মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিবিসির বিশ্লেষণ

তুরস্কে কেন বারবার হামলা

তুরস্কে কেন বারবার হামলা

নতুন বছরের প্রথম প্রহরেই ভয়াবহ জঙ্গি হামলা দেখল তুরস্ক। দেশটির অন্যতম বড় শহর ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে গত পরশু রাতে একাধিক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়। হামলার একদিন পর এর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। গত বছরজুড়ে তুরস্কে আইএস এবং কুর্দি জঙ্গিদের চালানো অন্তত ছয়টি বোমা হামলার ঘটনা ঘটেছে যাতে হতাহত হয়েছে ২ শতাধিক লোক। ফলে দেশটির জন্য ২০১৬ ছিল এক ভয়াবহ বছর এবং শেষ দিনে আরও একটি আক্রমণ দেখিয়ে দিল, নিরাপত্তা জোরদার করা সত্ত্বেও দেশটির নিরাপত্তা পরিস্থিতি কতটা নাজুক অবস্থায় আছে। তুরস্ক কেন বারবার এ ধরনের হামলার লক্ষ্য হয়ে উঠছে? আঙ্কারার একজন সাংবাদিক সরওয়ার আলম বিবিসিকে বলেন, তুরস্কের পাশের দুটি দেশ ইরাক ও সিরিয়াতে কয়েক বছর ধরে যুদ্ধ চলছে এবং সেখানে যে সন্ত্রাসী গ্রুপ রয়েছে তাদের বিরুদ্ধে গত দেড়-দুই বছর তুরস্কের অবস্থান ছিল প্রত্যক্ষ। এর কারণেই আইএস তুরস্ককে টার্গেট করছে। তিনি বলেন, কিছুদিন আগে আইএস যে ভিডিওগুলো প্রকাশ করেছে সেখানে স্পষ্টভাবেই তারা হুমকি দিয়েছে যে পরবর্তী টার্গেট হবে তুরস্ক এবং তুরস্কের যে মূল স্থাপনাগুলো আছে সেগুলোকে তারা টার্গেট করবে। তুরস্কের সামনে জঙ্গিবাদ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, একটা সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে আমরা কাজ করছি ব্যাপারটা তেমন না বা একটা গোষ্ঠী যে আমাদের বিরুদ্ধে কাজ করছে  তেমনটিও নয়। সরকারের কথা হলো তারা এক সঙ্গে অনেকগুলো সন্ত্রাসী পক্ষের মোকাবিলা করছে। আর দেশটির এই সন্ত্রাসী তত্পরতা প্রতিরোধে এরদোগান সরকারের সঙ্গে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি সরাসরি একাত্মতা ঘোষণা করেছে।

 

সর্বশেষ খবর