মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ফের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ঠিক এক সপ্তাহ আগে ভারত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালায়। এর বিশ্লেষণ শেষ না হতে ফের গতকাল কৌশলগত দীর্ঘপাল্লার ‘অগ্নি-৪’ ক্ষেপণাস্ত্রের ফের সফল পরীক্ষা (ফ্লাইট ট্রায়াল) চালিয়েছে দেশটি। গতকাল ওড়িষা উপকূলের আবুল কালাম দ্বীপ (সাবেক হুইলার দ্বীপ) থেকে এ পরীক্ষা চালানো হয়। চার হাজার কিলোমিটার পাল্লার অগ্নি সিরিজের চতুর্থ এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে ‘বড় ধরনের সফলতা’ হিসেবে বর্ণনা করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপনযোগ্য ‘অগ্নি-৪’ ক্ষেপণাস্ত্রটি দ্বিস্তরবিশিষ্ট। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও ক্ষেপণাস্ত্রটির ডিজাইন করে ও এটি তৈরি করে। এটি এক টন ওজনের পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। সেই সঙ্গে ২০ মিটার দৈর্ঘ্যের এ ক্ষেপণাস্ত্রটির ওজন ১৭ টন। ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড ক্ষেপণাস্ত্রটির এ পরীক্ষা চালায়।

‘অগ্নি-৪’ ক্ষেপণাস্ত্রটির এর আগে আরও পাঁচবার সফল পরীক্ষা চালানো হয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে একবার সফল পরীক্ষা চালানো হয়। দ্য হিন্দু অনলাইন।

সর্বশেষ খবর