বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দিল্লিতে বিক্ষোভ, রাষ্ট্রপতির শাসন দাবি বিজেপির

তৃণমূল সাংসদ সুদীপ আটক

দীপক দেবনাথ, কলকাতা

সিবিআইর হাতে তৃণমূলের প্রভাবশালী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আটকের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যজুড়েই রাস্তাঘাট, রেল অবরোধ, ভাঙচুর, বিজেপি নেতাকে মারধরের পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহের কুশপুত্তলিকা দাহ কোনো কিছুই বাদ দিলেন না তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, সুদীপের মামলাকে মিথ্যা ও হয়রানি দাবি করে সিবিআইর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তৃণমূল। বেআইনি অর্থলগ্নিকারী সংস্থা ‘রোজভ্যালি’ থেকে বিভিন্ন সময়ে একাধিক সুবিধা নেওয়া এবং এই সংস্থার আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে মঙ্গলবার সুদীপকে আটক করে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ ঘটনার পরই মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল-প্রধান মমতা ব্যানার্জি। এ ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে পাল্টা মোদি ও অমিত শাহকে আটকের দাবি জানান তিনি। পাশাপাশি রাজ্যজুড়ে লাগাতার আন্দোলন চালানোর ঘোষণা দেন। নেত্রীর এ বার্তা পেয়ে গত পরশুই রাস্তায় নেমে পড়েন দলের নেতা-কর্মীরা। ওইদিন বিকালে কলকাতার সেন্ট্রাল এভিনিউতে বিজেপির রাজ্য দফতরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রাতেই হুগলির উত্তরপাড়ায় বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যের বাড়িতে তৃণমূলের একদল সমর্থক ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। এরপর গতকাল সকালেই ফের রাস্তায় নেমে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। শুধু তাই নয়, সুদীপের আটকের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় দিল্লিতেও। বিকালে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর চেষ্টা করায় তৃণমূল সাংসদদের আটক করা হয়। যদিও মোদির বাসভবনের সামনে যাওয়ার আগেই ৩৬ তৃণমূল সাংসদকে আটক করে পুলিশ।

অন্যদিকে বিজেপি দলীয় কার্যালয়ে তৃণমূলের হামলা ও পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারির দাবি তুললেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী। গতকাল দলের এই প্রভাবশালী নেতা বলেন, ‘আমি কেন্দ্রীয় সরকারকে বলব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে তবে কেন্দ্র যেন সংবিধানের ২৫৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে।’

সর্বশেষ খবর