বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জার্মানিতে সর্বাধিক বিক্রি হিটলারের ‘মেইন ক্যাম্ফ’

জার্মানিতে সর্বাধিক বিক্রি হিটলারের ‘মেইন ক্যাম্ফ’

বিশ্বে তাকে ঘৃণিত মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হোতা ও জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলার। আর তাকে নিয়ে জানার আগ্রহের কমতি নেই। এক বছর আগে পুনর্মুদ্রিত সেই হিটলারের লেখা ‘মেইন ক্যাম্ফ’ বইটি দেশটিতে সর্বাধিক বিক্রি হয়েছে। ৭০ বছর নিষিদ্ধ থাকার পর জার্মানিতে গেল বছরের জানুয়ারিতে হিটলারের আত্মজীবনী ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লেখা বইটির বিশেষ সংস্করণ প্রকাশ পায়। বইটিতে হিটলারের আদর্শিক রূপরেখা রয়েছে যা নািসবাদের মূলভিত্তি, যাতে করে ইহুদির প্রতি ঘৃণা-বিদ্বেষ ছড়িয়েছে। এরই পথ ধরে পরবর্তীকালে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা সংঘটিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই ছিল জার্মানিতে প্রথম পুনর্মুদ্রণ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর গ্রন্থস্বত্বের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে বইটি পুনর্মুদ্রিত হয়। অবশ্য যে বইটি লাখো মানুষকে নািস ধ্যান-ধারণায় প্রেরণা জুগিয়েছে তা যেন নতুন প্রজন্মকেও আচ্ছন্ন না করে সে জন্য এতে ব্যাখ্যামূলক একটি অধ্যায় এবং ৩ হাজার ৫০০ টিকা যুক্ত করা হয়েছে। প্রকাশকদের বিস্মিত করে ইতিমধ্যে বইটি জার্মানির বাজারে ৮৫ হাজার কপি বিক্রি হয়েছে। বইটির প্রকাশনা সংস্থা দি ইনস্টিটিউট ফর কনটেম্পোরারি হিস্ট্রির (আইএফজেড) প্রধান আন্দ্রিয়াস জেরিং বলেন, ‘বিক্রির এই পরিসংখ্যান রীতিমতো তাণ্ডব’।  ‘কেউ-ই এটা সত্যিই কল্পনা করিনি’—যোগ করেন তিনি।

সর্বশেষ খবর