শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুরস্কের

চুক্তি লঙ্ঘনের অভিযোগ আস্তানায় অনুষ্ঠিতব্য আলোচনা হুমকিতে পড়েছে

সিরিয়া সরকারের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু বলেন, চুক্তির অধীনে কাজাখস্তানের রাজধানী আস্তানায় যে আলোচনা হওয়ার কথা ছিল, তা এখন ঝুঁকিতে পড়েছে।

গত সপ্তাহে রাশিয়া ও তুরস্ক এ যুদ্ধবিরতি সম্পাদনে মধ্যস্থতা করে। এর ফলে সিরিয়ার বিশাল অংশজুড়ে লড়াই শান্ত হয়। কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কের পাশে ওয়াদি বারাদা এলাকায় উভয় পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। এর ফলে অস্ত্রবিরতি হুমকিতে পড়েছে। ক্যাভুসোগলু সিরিয়া সরকার ও দেশটির সমর্থকদের প্রতি যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’ থামানোর আহ্বান জানান। তুরস্ক সিরিয়ার সরকারবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দেন, সিরিয়ান সরকারের চুক্তি লঙ্ঘন এ মাসে আস্তানায় অনুষ্ঠিতব্য আলোচনাকে হুমকিতে ফেলছে। খবরে বলা হয়, লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর সহায়তায় সিরিয়ার সরকারি বাহিনী ওয়াদি বারাদা দখলে নিতে লড়ছে। এ অঞ্চল দামেস্কের পানি সরবরাহের প্রধান উৎস। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার প্রধান দুই সমর্থক দেশ রাশিয়া ও ইরানের প্রতি দামেস্ক ও হিজবুল্লাহকে চাপ দিয়ে এ লড়াই থামানোর আহ্বান জানিয়েছে। তবে তুরস্কের আহ্বান সত্ত্বেবও, বুধবার পর্যন্ত ওয়াদি বারাদায় লড়াই অব্যাহত রয়েছে। এএফপি।

সর্বশেষ খবর