শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শরণার্থীর সঙ্গে প্রেম

শরণার্থীর সঙ্গে প্রেম

যে দিনটিতে ববি ডোডেভস্কি প্রথম তার ভবিষ্যতের স্ত্রীর  দেখা পেয়েছিলেন, সেদিন তার কাজে যাওয়ার কথা ছিল না। ববি ডোডেভস্কি মেসিডোনিয়ার সীমান্তরক্ষী বাহিনীর একজন সদস্য। অন্য এক সহকর্মীর পরিবর্তে সেদিন তার ডিউটি পড়েছিল সীমান্তে।

সেদিন যে হাজার হাজার শরণার্থী মেসিডোনিয়ার সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল, তাদের মাঝে ছিলেন ইরাক  থেকে পালিয়ে আসা এক শরণার্থী নোরা আরকাভাজি। ২০ বছর বয়সী নোরা আরকাভাজি ইরাকের ডিয়ালা প্রদেশ ছাড়েন গত বছরের শুরুতে। তখন সেখানে প্রচণ্ড সহিংসতা চলছে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নোরা ইরাক থেকে তুরস্ক, সেখান থেকে নৌকায় গঞ্জীসের লেসবস দ্বীপ হয়ে  মেসিডোনিয়ার সীমান্তে পৌঁছান। বহু শরণার্থী তখন এই একই পথ ধরে ইউরোপে ঢোকার চেষ্টা করছে। যখন তারা সীমান্তে অপেক্ষা করছে তাদের মেসিডোনিয়ার ওপর দিয়ে সার্বিয়ায় যেতে দেওয়া হবে কিনা, তখন নোরার দেখা হয়  ডোডেভস্কির সঙ্গে। প্রথম দেখাতেই ভালো লাগা। এরপর প্রেম। অতঃপর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর