শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার হ্যাকিংয়ের প্রমাণ প্রকাশ করবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার হ্যাকিংয়ের প্রমাণ প্রকাশ করবে যুক্তরাষ্ট্র

মার্কিন গোয়েন্দা প্রধানরা ঘোষণা দিয়েছেন গেল মার্কিন নির্বাচনে রাশিয়া যে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত ছিল তার প্রমাণ প্রকাশ করে দেবে। মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্লাপার বলেছেন, তার কাছে এ বিষয়ে অকাট্ট প্রমাণ আছে। নির্বাচনের সময় ডেমোক্রেট দল ও এর স্টাফদের ইমেইল হ্যাক করেছিল রাশিয়া। তারা এর মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের বিজয় নিশ্চিত করতে প্রচারণা ও মিথ্যা সংবাদ পরিবেশন করে। যদিও প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প ও তার ট্রানজিশন টিম এমন হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করে আসছে। মার্কিন  গোয়েন্দা প্রধান জেমস ক্লাপার, গোয়েন্দা প্রধান মার্সেল লেট্রির ও এডমিরাল মাইকেল রডার্স সতর্ক তাদের অবস্থানের পক্ষে দৃঢ়তা প্রকাশ করেছেন। আগামী সপ্তাহে তারা প্রকাশ্যে এ সম্পর্কে তাদের তথ্যপ্রমাণ প্রকাশ করবেন। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধানরা দাবি করে বলেছেন, রাশিয়া পুরো মাত্রায় একটি সাইবার হামলাকারী। তাদের ওই হামলার শিকারে ছিল যুক্তরাষ্ট্রের সরকার ও এর গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো। এই তিন গোয়েন্দা প্রধান বলেছেন, রাশিয়ার কর্মকর্তারা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশমতো কাজ করেছেন। তারা গত বছর হিলারি ক্লিনটনকে পরাজিত করে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিজয়ে হস্তক্ষেপ করেছে। তাদের দাবি, নির্বাচন সংশ্লিষ্ট তথ্য চুরি করতে ও তা প্রকাশ করে দেওয়ার নির্দেশনা এসেছিল রাশিয়ার শীর্ষ পদ থেকে। মস্কোর রয়েছে সাইবার হামলা চালানোর উচ্চ মাত্রার প্রযুক্তি। জেমস ক্লাপার বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ১৯৬০ এর দশক থেকেই হস্তক্ষেপের দীর্ঘ ইতিহাস আছে রাশিয়ার। তবে এবার যা ঘটেছে তার মতো আগ্রাসী ও সরাসরি হামলা এর আগে কখনো ঘটেনি। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সিনেট আর্মড কমিটিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক কংগ্রেসম্যান তার কাছে জানতে চান, তিনি কি পুতিনের উদ্দেশ্য নিয়ে তথ্য দেবেন। জবাবে জেমস ক্লাপার বলেন, হ্যাঁ আমি তার উদ্দেশ্য সম্পর্কে তথ্য প্রকাশ করব। এ সময় এ কমিটির চেয়ারম্যান সিনেটর জন ম্যাককেইন বলেন, রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে প্রতিটি মার্কিনিকে সজাগ থাকতে হবে। তবে কমিটি যে তদন্ত করছে তার উদ্দেশ্য নির্বাচনের ফল উল্টে দেওয়া নয়।

সর্বশেষ খবর