শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের জঙ্গি তালিকায় লাদেনের ছেলে হামজা

যুক্তরাষ্ট্রের জঙ্গি তালিকায় লাদেনের ছেলে হামজা

আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনকে মার্কিন পররাষ্ট্র দফতর ‘জঙ্গি নজরদারি তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে। পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর খবর প্রকাশিত হওয়ার পরই এ সিদ্ধান্তের ঘোষণা দিল দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার হামজা বিন লাদেনের নাম  যোগ করে নতুন ওই কালো তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। ওই কালো তালিকায়  হামজাকে ‘বিশেষভাবে চিহ্নিত আন্তর্জাতিক সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে মার্কিন নাগরিকদের তার সঙ্গে  যে কোনো প্রকার লেনদেন ও যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটিতে হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, ২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যার পর  থেকেই আল-কায়েদার অন্যতম প্রচারক হিসেবে কাজ করছেন হামজা। ওসামা হত্যার সময় উদ্ধার করা হয় বেশ কিছু চিঠি। এর মধ্যে অনেকগুলোই ছিল হামজার লেখা।

সর্বশেষ খবর