শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাঁচ দশক পর যুক্তরাষ্ট্র কিউবা বাণিজ্য চুক্তি

অর্ধশতাব্দী বছর পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার কিউবার প্রতিষ্ঠান কিউবা এক্সপোর্ট কয়লা বিক্রির জন্য যুক্তরাষ্ট্রের কোয়াবানা ট্রেডিংয়ের সঙ্গে চুক্তি করেছে। প্রতি টন কয়লার দাম ধরা হয়েছে ৪২০ মার্কিন ডলার। প্রায় ৫৫ বছর ধরে কিউবার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা থাকলেও দুই দেশের সরকার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। ২০১৪ সাল থেকে ওবামা প্রশাসন ও রাউল কাস্ত্রোর পক্ষ থেকে দুই দেশের মধ্যে এই সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে। কিউবার গ্রানমা পত্রিকার সূত্রে জানা যায়, শুরুতে ৪০ টন ‘মারাবু’ নামের বিশেষ কয়লা যুক্তরাষ্ট্রে রপ্তানি করবে কিউবা। এএফপি।

সর্বশেষ খবর