শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধকবলিত সিরিয়া থেকে রাশিয়া তার সেনা উপস্থিতি প্রত্যাহার শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশটি প্রথমত ভূমধ্যসাগরে মোতায়েন তার একমাত্র বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসভ ও এর সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধজাহাজগুলো ফিরিয়ে নিচ্ছে। রাশিয়ার জেনারেল স্টাফের চেয়ারম্যান জেনারেল ভালেরি জেরাসিমভ গতকাল এ সংক্রান্ত এক ঘোষণা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে একথা জানায়। সিরিয়ায় যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও তুরস্কের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছার পরপরই দেশটি থেকে সেনা উপস্থিতি আংশিক কমানোর নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই ধারাবাহিকতায় সিরিয়া থেকে সেনা উপস্থিতি হ্রাসের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। গত বছরের অক্টোবরের মাঝামাঝি বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসভ, তিনটি যুদ্ধজাহাজ ও কয়েকটি জাহাজ ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছিল। সেখান থেকে সিরিয়ার অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালানোই ছিল রণতরীটির প্রধান উদ্দেশ্য। এখন রণতরীটিকে তার হোম বেস সেভেরমরস্কে ফিরিয়ে নেওয়া হচ্ছে। রণতরীটি ও এর সঙ্গে থাকা জাহাজগুলো তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন সফলভাবে শেষ করেছে বলে সিরিয়ায় মোতায়েন রুশ সেনা কমান্ডার কর্নেল জেনারেল আন্দ্রেই কারতাপোলভ জানিয়েছেন। এদিকে, আলেপ্পোসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের ক্ষেত্রে রুশ সহায়তার জন্য ফের কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিরিয়া। রাশিয়া টুডে।

সর্বশেষ খবর