শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারী মূর্তি নিয়ে জাপান কোরিয়া উত্তেজনা

একটি নারী মূর্তিকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত কমপক্ষে দুজন শীর্ষস্থানীয় কূটনীতিককে দেশে তলব করেছে জাপান। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, দক্ষিণ কোরিয়ার বুসানে জাপানের কনসুলেট অফিসের বাইরে গত মাসে একটি নারী মূর্তি বসায় কোরিয়ার সুশীল সমাজের একটি গ্রুপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব নারীকে জোর করে জাপানি সেনাদের মনোরঞ্জনে ব্যবহার করা হয়েছিল এই মূর্তি তারই প্রতীক। কিন্তু বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না জাপান। দেশটির মন্ত্রিপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা গতকাল এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেছেন, তারা ঘটনাটিকে স্বাভাবিকভাবে নিচ্ছে না। ঘটনাটি জানতে তারা দুজন কূটনীতিককে দেশে তলব করেছেন। তিনি মন্তব্য করেন, যত তাড়াতাড়ি সম্ভব মূর্তিটি না সড়ানো হলে দক্ষিণ  কোরিয়ার সঙ্গে মুদ্রা বিনিময় বিষয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল তা-ও স্থগিত করবে টোকিও। পাশাপাশি দুই দেশের মধ্যে অর্থনীতি সংক্রান্ত আলোচনা শুরুর পর্বও বিলম্বিত করা হবে। তিনি আরও বলেছেন, কোরিয়া ও জাপানের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাকে খর্ব করতে ওই নারী মূর্তি বসানো হয়েছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে তার এ বক্তব্যের জবাবে কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জাপানের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে। উল্লেখ্য, নির্যাতিত নারীদের বিষয়ে দুই দেশ ২০১৫ সালে একটি চুক্তিতে উপনীত হয়।

সর্বশেষ খবর