শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অন্য খবর

অন্য খবর

মাছের দাম ৫ কোটি

জাপানে এক নিলামে প্রশান্ত মহাসাগরীয় একটি টুনা মাছ প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ২১২ কেজি। কিয়োশি কিমুরা নামে স্থানীয় এক রেস্টুরেন্ট ব্যবসায়ী মাছটি কিনে নেন। গত ছয় বছর ধরে সর্বোচ্চ দাম দিয়ে টুনা মাছ কিনছেন কিয়োশি। জাপানের আমোরি প্রদেশের ওমা সমুদ্র বন্দরে বিশাল আকৃতির টুনা মাছটি ধরা পড়ে। গত বৃহস্পতিবার টোকিওর জনপ্রিয় ‘সুকিজি’ মৎস্য আড়তে বছরের প্রথম নিলামে মাছটিও ওপর দর হাঁকা হয়। পরে ওই ব্যবসায়ী সর্বোচ্চ ৭৭ মিলিয়ন ইয়েন দিয়ে টুনা মাছটি কিনে নেন। আড়তটিতে নিলামে টুনা মাছ বিক্রির দিক দিয়ে এটি অবশ্য দ্বিতীয় সর্বোচ্চ দাম। এর আগে ১৫০ মিলিয়ন ইয়েন মূল্যে একটি টুনা মাছ বিক্রি হয়েছিল ।

 

মানবকর্মীর বদলে রোবট

কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে ঝুঁকছে জাপান। খরচ কমাতে সম্প্রতি দেশটির ফুকোকু মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ৩৪ কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করে কৃত্রিম রোবট নিয়োগ দিয়েছে।  চলতি মাসের শুরু থেকেই চূড়ান্তভাবে রোবটকে কাজে লাগিয়েছে কোম্পানিটি। তবে জাপানের রীতি অনুযায়ী, বছরের যে কোনো সময় কর্মচারী ছাঁটাই করতে পারে না। আর সে জন্য চলতি বছরের মার্চে ৩৪ কর্মীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা এসেছে। মানব সম্পদ ব্যবহার করে কোম্পানিটি লাভের মুখ দেখলেও সম্প্রতি ব্যয়বৃদ্ধি রোধ করার পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর