শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘নাইন-ইলেভেনের পরই সাদ্দামকে হত্যার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র’

আটকের পর সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদকারী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক এক কর্মকর্তা বলেছেন, নাইন-ইলেভেন হামলার পরই ইরাকি প্রেসিডেন্টকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তার দেশের সরকার। জন নিক্সন নামের সিআইএর সাবেক বিশ্লেষক বলছেন, জর্জ ডব্লিউ বুশের প্রশাসন ইরাককে দেখত তাদের ‘অসমাপ্ত কাজ’ হিসেবে এবং প্রথম দিনই তারা ঠিক করেছিল কী করবে। গতকাল ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি রেডিও ফোরের ‘টুডে প্রোগ্রামে’ বুশ প্রশাসনের প্রথম দিকের দিনগুলো নিয়ে আলোচনায় নিক্সন বলেন, ‘আমরা এ কথাটি জানতে পেরেছিলাম যে, তারা ইরাককে দেখে ‘অসমাপ্ত কাজ’ হিসেবে। ‘অসমাপ্ত কাজ’র অর্থ কী তা আমরা কখনো বুঝিনি। ২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরাকে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ব্যাপক গণবিধ্বংসী অস্ত্রের মজুদ করেছেন, যা মানব সভ্যতার জন্য হুমকি দাবি করে ওই হামলা চালানো হয়। তবে পরে এই দাবির সত্যতা মেলেনি। —বিডিনিউজ

সর্বশেষ খবর