রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার হ্যাকিংয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প

রাশিয়ার হ্যাকিংয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প

নির্বাচন হয়েছে গত নভেম্বরে। মার্কিন সেই নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনী ফলাফলের পরই অভিযোগ উঠতে থাকে ট্রাম্পের এই জয়ের পেছনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু রাশিয়ার হাত রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার দলের ইমেইল হ্যাক করে তথ্য চুরি করেছে রাশিয়া। যা ট্রাম্পের জয়ী হতে সহায়তা করেছে। কিন্তু এই অভিযোগ ওঠার পরই তা অস্বীকার করে আসছে ডোনাল্ড ট্রাম্প।

অবশেষে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার সপ্তাহ দুয়েক আগে নির্বাচনে ডেমোক্রেট ন্যাশনাল কমিটিসহ বিভিন্ন টার্গেটে রাশিয়ার হ্যাকিংয়ের কথা স্বীকার করলেন ট্রাম্প। দেশের শীর্ষ গোয়েন্দা প্রধানদের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর তিনি এমনটা স্বীকার করলেন। শুক্রবার ওই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ট্রাম্প দাবি করেছে রাশিয়া হ্যাকিং করলেও নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব পড়েনি। গোয়েন্দা প্রধান ও আইন প্রয়োগকারী সংস্থার প্রধানরা ওই বৈঠকে রাশিয়ার হ্যাকিং বিষয়ে ট্রাম্পকে আদ্যপান্ত জানান। এরপর ট্রাম্পের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। তাতে তিনি বলেছেন রাশিয়া, চীন, অন্য কোনো দেশ, বাইরের কোনো গ্রুপ ও লোক অব্যাহতভাবে আমাদের দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায় সংগঠন, ডেমোক্রেট ন্যাশনাল কমিটিসহ বিভিন্ন সংগঠনে সাইবার হামলা চালাচ্ছে। তবে তাতে নির্বাচনের ফলের ওপর কোনো প্রভাব পড়েনি। সিএনএন।

সর্বশেষ খবর