রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় ঝুঁকিতে শিশুরা : জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের শিশুরা ভবিষ্যৎ নিয়ে চরম ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে নতুন করে সমস্যা শুরু করেছে পানিবাহিত রোগ। শহরটিতে ৫৫ লাখ মানুষের বসবাস। এই বিপুলসংখ্যক মানুষের জন্য দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পানি সরবরাহ নেই বলে শুক্রবার জাতিসংঘ জানিয়েছে। এ অবস্থায় অনেক পরিবার অনিরাপদ উৎস থেকে পানি সংগ্রহ করে তা পান করছে। যা শিশুদের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন ইউনিসেফের মুখপাত্র খ্রিস্তফ বোলেরাক। তিনি বলেন, শিশুদের মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। রাজধানীর দুটি প্রধান পানির উৎস ওয়াদি বারাদা উপত্যকা ও আইন-এল-ফিজাহ থেকে পানি সরবরাহ ব্যবস্থা গত ২৯ ডিসেম্বর থেকে ছিন্ন করা হয়েছে। এতে অনেক মানুষ অনিয়মিত বিক্রেতাদের কাছ থেকে পানি কিনতে বাধ্য হচ্ছেন। এএফপি।

সর্বশেষ খবর