রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সন্ত্রাসবিরোধী সামরিক জোটের প্রধান রাহিল

সন্ত্রাসবিরোধী সামরিক জোটের প্রধান রাহিল

সৌদি আরবের নেতৃৃত্বাধীন ৩৯টি মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী সামরিক জোটের প্রধান নিযুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই তথ্য জানান। সন্ত্রাস দমনে সৌদি আরব গত বছরের ডিসেম্বরে ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোট সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করবে। খাজা আসিফ শুক্রবার জিও টেলিভিশনকে বলেন, কিছুদিন আগে তারা রাহিল শরিফকে নিয়োগ দেওয়ার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি। রাহিল শরিফ তার তিন বছরের মেয়াদ শেষে গত বছরের নভেম্বরে পাকিস্তানের সেনা প্রধানের পদ থেকে অবসর নেন। পাকিস্তানি সামরিক বাহিনী রাহিল শরিফের মেয়াদকালে সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে। প্রসঙ্গত, সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর ওই সন্ত্রাসবিরোধী সামরিক জোটের মধ্যে বাংলাদেশ, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, তিউনিশিয়া, সুদান, মালয়েশিয়া, মিসর এবং ইয়েমেনও রয়েছে। দ্য ডন

সর্বশেষ খবর