রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শরণার্থীদের নাগরিকত্ব দেবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, শর্তসাপেক্ষে দেশটিতে অবস্থানরত সিরিয়া ও ইরাকের শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। স্থানীয় সময় শুক্রবার তুরস্কের একটি টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু কাজ হাতে নিয়েছে। এই কাজের আওতায় তাদের (সিরিয়া ও ইরাকের শরণার্থী) মধ্য থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের নাগরিকত্ব দেওয়া হবে। শরণার্থীদের মধ্যে উচ্চ যোগ্যতাসম্পন্ন মানুষ রয়েছে। তাদের মধ্যে আছে প্রকৌশলী, আইনজীবী, চিকিৎসকও। তাদের মেধাকে কাজে লাগাতে হবে। তুরস্কে বসবাস করে অবৈধ উপার্জনের দিকে ঠেলে না দিয়ে তাদের একটি সুযোগ দিতে হবে, যেন তারা এই জাতির সন্তান হিসেবে কাজ করতে পারে।’

এরদোয়ান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেকোনো সময় এই সিদ্ধান্ত কার্যকর করতে পারে। তবে কতজনকে নাগরিকত্বের সুযোগ দেওয়া হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। সরকারি জরিপ অনুযায়ী, তুরস্কে বর্তমানে সিরিয়া ও ইরাকের ৩০ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে। কয়েক বছর ধরে চলা যুদ্ধের জেরে দেশ দুটি থেকে পালিয়ে এসেছে তারা। আল জাজিরা।

সর্বশেষ খবর