রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত ৬০

সিরিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত ৬০

বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সিরিয়ার উত্তরাঞ্চলীয় আজাজ শহরে গতকাল এক গাড়িবোমা হামলায় কমপক্ষে ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। স্থানীয় একটি হাসপাতালে কর্মরত এবু হাসান নামে এক চিকিৎসকের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এ তথ্য জানায়। তবে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্নতা রয়েছে। রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা আহতের সংখ্যা ১১০ বলে জানিয়েছে। এ ঘটনার জন্য আইএস দায়ী বলে তুরস্কের আরেক বার্তা সংস্থা দোগান জানায়।

রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় দেশটিতে যুদ্ধবিরতি চলাকালীন  বোমা হামলার ভয়াবহ এ ঘটনাটি ঘটলো। স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে শহরটির একটি আদালতের কাছাকাছি এক মার্কেটে বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে আইয়াদ শেখ রাজুক নামে এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা আনাদুলুকে জানিয়েছেন। আজাজ শহরটি তুরস্কের সীমান্তে অবস্থিত। গাড়িবোমা হামলার প্রভাব এতটাই ছিল যে, তা সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের কিলিস শহরেও শোনা গেছে। স্থানীয় এক হাসপাতালে আহত ২৩ ব্যক্তিকে ভর্তি করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রাশিয়া টুডে, সিএনএন।

সর্বশেষ খবর