সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাসপোর্টের রং দেখি না রক্তের সম্পর্ক দেখি

-------------মোদি

কলকাতা প্রতিনিধি

প্রবাসীদের হাত ধরেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সেতুবন্ধন তৈরি করতে হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বেঙ্গালুরুতে ১৪তম প্রবাসী ভারতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি।  ভারতের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে মোদি বলেন, ‘আমাদের প্রধান অগ্রাধিকার হল বিদেশে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা। সেকারণে আমরা পাসপোর্টের রং দেখি না, আমরা রক্তের সম্পর্ক দেখি’। তিনি আরো বলেন, ‘দেশের মেধা বাইরে চলে যাচ্ছে। এই অভিযোগ বহু পুরনো।  কিন্তু আর ব্রেন ড্রেন নয়, বিষয়টিকে ব্রেন গেইনে পরিণত করবে ভারত। সরকারের লক্ষ্যই হলো দেশ থেকে যেসব মেধা বাইরে চলে গেছে তাকে ‘ব্রেন গেইন’এ পরিণত করা।

সর্বশেষ খবর