শিরোনাম
সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার জেরুজালেমে ট্রাক হামলায় নিহত ৪

জার্মানির রাজধানী বার্লিন ও ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলার আদলে এবার ইসরায়েলের জেরুজালেমে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকালের এ হামলায় চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ১৬ সেনা সদস্য। নিহতদের মধ্যে তিনজন নারী। বাকি একজন তরুণ। তিনি সেনাবাহিনীর এডুকেশন কর্পে কর্মরত ছিলেন। আহত সেনা সদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানান, একদল সেনা একটি বাস থেকে নেমে যখন এক জায়গায় জড়ো হচ্ছিল তখনই এক সন্ত্রাসী তার ট্রাকটি সেনাদের ওপর তুলে দেয়।’ হামলাকারী ট্রাকটি ঘুরিয়ে ফের সেনাদের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় গণমাধ্যমে হামলাকারীর নাম ফাদি আল-কানবার বলে শনাক্ত করা হয়েছে। সে পূর্ব জেরুজালেমের জাবেল মুকাবের এলাকার বাসিন্দা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হামলাকারীকে আইএসের সমর্থক বলে বর্ণনা করেছেন। জেরুজালেমের হামলাকে তিনি ইউরোপে সাম্প্রতিক সময়ে চালানো আইএসের হামলার সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, ‘হামলার সব লক্ষণ ইঙ্গিত দিচ্ছে যে, হামলাকারী আইএসের সমর্থক।’ তিনি আরও জানান, ‘আমরা জ্ঞাত আছি, বিশ্বে সম্প্রতি বেশ কয়েকটি হামলা হয়েছে। ফ্রান্স থেকে বার্লিন এবং আর এখন জেরুজালেমে হামলা হলো। এসব হামলার মধ্যে যোগসূত্র থাকতে পারে।’ সিএনএন, টাইমস অব ইসরায়েল। 

সর্বশেষ খবর