মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আস্তানা শান্তি আলোচনা

সমঝোতার ব্যাপারে প্রস্তুত আছি : আসাদ

সমঝোতার ব্যাপারে প্রস্তুত আছি : আসাদ

সিরিয়া ইস্যুতে প্রস্তাবিত নতুন শান্তি আলোচনায় বিরোধী পক্ষের সঙ্গে যেকোনো বিষয়ে সমঝোতার ব্যাপারে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নিজের অবস্থা নিয়ে সমঝোতা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা জানতে চাওয়া হলে ‘হ্যাঁ’ জবাবও দেন তিনি। তবে প্রেসিডেন্ট হিসেবে তার পদমর্যাদা দেশটির সংবিধানের সঙ্গে সম্পর্কিত জানাতেও ভোলেননি আসাদ। সেইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচন সম্পূর্ণরূপে সিরিয়ার জনগণের ওপর বর্তায় বলেও জানান তিনি। ফরাসি গণমাধ্যমে দেওয়া মন্তব্যে এসব কথা বলেন প্রেসিডেন্ট আসাদ। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা গতকাল আসাদের এসব মন্তব্য প্রকাশ করে। আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া গত সেপ্টেম্বরে জানিয়েছিল যে, সিরিয়ার সরকার ও আসাদবিরোধী গোষ্ঠীগুলোর মধ্যকার নতুন করে শান্তি আলোচনার ব্যাপারে ইরান ও তুরস্কের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে দেশটি। কাজাখস্তানের রাজধানী আস্তানায় এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শান্তি আলোচনায় নিজের অবস্থান কী হবে এসব নিয়েই ফরাসি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রেসিডেন্ট আসাদ। সাক্ষাৎকারে আসাদ বলেন, ‘আমরা প্রতিটি বিষয়ে সমঝোতা করতে প্রস্তুত আছি।’ বিরোধীরা তার ক্ষমতা (প্রেসিডেন্সি) নিয়ে আলোচনা করতে চাইলে প্রথমে তাদের সংবিধান নিয়েও আলোচনা করতে হবে, যোগ করেন তিনি। বিরোধীদের দাবি অনুযায়ী নতুন সংবিধানের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন তিনি। তবে তা করতে হলে গণভোটের সিদ্ধান্তের আলোকে হতে হবে বলে জানান আসাদ। বিবিসি।

সর্বশেষ খবর