শিরোনাম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘যুক্তরাষ্ট্রের অভিযোগ শুনতে শুনতে আমরা ক্লান্ত’

মার্কিন নির্বাচনে হ্যাকিং ইস্যু

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে দেশটির বিরতিহীন দাবিতে মস্কো ক্লান্ত। সেইসঙ্গে এ অভিযোগকে ফের ভিত্তিহীন বলে বর্ণনা করেছে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ গতকাল সাংবাদিকদের একথা জানান। মার্কিন নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগের এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো রাশিয়া। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হ্যাকিংয়ের বিস্তারিত তুলে ধরে গত শুক্রবার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি প্রতিবেদন দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এতে বলা হয়, নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত এবং নির্বাচনকে প্রভাবিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি নির্দেশ দিয়েছিলেন। সাংবাদিকদের দিমিত্রি জানান, যুক্তরাষ্ট্র আসলে কীসের ভিত্তিতে এমন দাবি করছে তা তাদের বোধগম্য নয়। অভিযোগকে ‘ডাইনি খোঁজা’র সমতুল্য বলেও মন্তব্য করেন মি. পেস্কভ। বিবিসি।

সর্বশেষ খবর