মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নোট বাতিল ইস্যু

মোদির শো লজ্জাজনক ফ্লপ : মমতা

কলকাতা প্রতিনিধি

মোদির শো লজ্জাজনক ফ্লপ : মমতা

ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ-বিক্ষোভ কিছুতেই থামছে না। উল্টো দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। গতকাল দুপুরে টুইট করে মোদিকে এক হাত নেন তিনি। মমতা বলেন, ‘মোদি বাবুর লজ্জাজনক ফ্লপ শোর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন করবে তৃণমূল।’ কেন্দ্রীয় সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘গত ৮ নভেম্বর মধ্যরাতে এই ঘোষণার পর ব্যাংক ও এটিএম রুপি তোলার ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিয়ন্ত্রণও প্রত্যাহার করতে হবে। নোট বাতিলের ফলে দেশের লাখ লাখ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন। এর প্রতিবাদে আগামী তিন দিন (সোম থেকে বুধবার) পশ্চিমবঙ্গ, দিল্লি, উড়িষ্যা, বিহার (কিষাণগঞ্জ), পাঞ্জাব, ঝাড়খন্ড, মণিপুর, ত্রিপুরা এবং আসামেও বিক্ষোভ চলবে। পরে বিকালে বর্ধমানে মাটি উৎসব থেকেই প্রধানমন্ত্রীকে তোপ দেগে মমতা বলেন, ‘আমি ত্রিশ বছর লোকসভার সাংসদ ছিলাম কিন্তু এমন সরকার কখনো দেখিনি। এ সরকার দেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে এবং বিভিন্ন এজেন্সি দিয়ে বিরোধী রাজনৈতিক দলকে শেষ করে দিতে চাইছে। এদিকে হাতে প্ল্যাকার্ড নিয়ে দিল্লিতে ‘মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান তোলেন তৃণমূলের ৩৫ জন সাংসদ। পাশাপাশি মোদিকে সরিয়ে কেন্দ্রে জাতীয় সরকার গঠনের দাবিও তোলেন তারা।

সর্বশেষ খবর