মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সন্ত্রাসবিরোধী সামরিক জোট

রাহিল শরিফকে নিয়ে বিতর্ক

সৌদি আরবের নেতৃত্বাধীন ৩৯টি মুসলিম দেশের সন্ত্রাসবিরোধী সামরিক জোটের প্রধান হিসেবে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান রাহিল শরিফের নিয়োগ নিয়ে তার দেশে শুরু হয়েছে বিতর্ক। ওই জোটে ইরান না থাকায় সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের ভারসাম্য রাখতে পাকিস্তানকে বেগ পেতে হবে বলে মনে করছেন অনেকে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, সৌদি আরব এবং ইরানের সঙ্গে বন্ধুত্বের ভারসাম?্য বজায় রাখতে দীর্ঘদিন ধরেই বেগ পেতে হচ্ছে পাকিস্তানকে। একদিকে ধনী  দেশ হিসেবে সৌদি আরবে কাজ করছে পাকিস্তানের অসংখ্য মানুষ। অপরদিকে প্রতিবেশী দেশ ইরানের কাছ থেকে গ?্যাস আমদানি করে দেশটি।

এর আগে শুক্রবার পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, রাহেল শরিফের নিয়োগের ব্যাপারে কয়েকদিন আগেই একটি চুক্তি চূড়ান্ত হয়েছে। আসিফ বলেন, গত বছরের নভেম্বরে অবসরে যাওয়া জেনারেল শরিফকে নিয়োগের সিদ্ধান্তটি পাকিস্তানের বর্তমান সরকারের অনুমোদনের পরই  নেওয়া হয়েছে। ওই সিদ্ধান্ত রিয়াদে নেওয়া হয়েছে নাকি ইসলামাবাদে— এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘না, অবশ্যই এই সিদ্ধান্তে আমাদের সরকারের ঐকমত্য ছিল।’ এ ধরনের কোনো নিয়োগ সরকার এবং সামরিক বাহিনীর  জেনারেল হেডকোয়ার্টার্স— উভয়ের যথাযথ অনুমোদনের পরই নিশ্চিত করা হয় বলেও জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।

সর্বশেষ খবর