মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউরোপে তুষারপাতে ২০ জনের মৃত্যু

ইউরোপে তুষারপাতে ২০ জনের মৃত্যু

ইউরোপে গত কয়েকদিনের মারাত্মক তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে। এর মধ্যেই কেউ কেউ তুষারের স্তূপে মজায় মাতছেন। ছবিতে পোলিশ এক নাগরিক জমাটবাঁধা তুষারখণ্ড কেটে শিল্পকর্ম তৈরির কাজে ব্যস্ত —বিবিসি

ইউরোপ জুড়ে প্রচণ্ড তুষারপাত ও ঠাণ্ডায় ২০ জনের বেশি মানুষের মত্যু হয়েছে। বিবিসির খবরে বলা হয়, গ্রিসের বিভিন্ন দ্বীপ এবং ইতালির দক্ষিণাঞ্চল বরফের চাদরে ঢাকা পড়ে গেছে। ইতালিতে ফেরি এবং বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

তুরস্কেও প্রচণ্ড ঠাণ্ডা এবং তুষারপাতের খবর পাওয়া গেছে। দেশটির সবচেয়ে বড় নগর ইস্তাম্বুলে মারাত্মক তুষারঝড়ের পর বসফরাস প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। পোল্যান্ডে ঠাণ্ডায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

রাশিয়ায় রাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে ৩০ ডিগ্রি পর্যন্ত নেমে যাচ্ছে। রুশরা ১২০ বছরের মধ্যে এবার সবচেয়ে ঠাণ্ডা আবহাওয়ায় বড়দিন পালন করেছে।

ইতালিতে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সিসিলি, বারি ও ব্রিনদিসি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।  গ্রিসের উত্তরাঞ্চলে তাপমাত্রা মাইনাস ১৬ ডিগ্রি  সেলসিয়াসে নেমে গেছে। এথেন্সে তাপমাত্রা শূন্যের কাছাকাছি পৌঁছে গেছে। অনেক দ্বীপ বরফে ঢাকা পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডা তাপমাত্রায় গ্রিসের বিভিন্ন দ্বীপে অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া হাজার হাজার শরণার্থী মানবিক বিপর্যয়ে পড়েছে। প্রাগে ঠাণ্ডায় তিনজন মারা গেছে, যাদের দুজন গৃহহীন ছিল। বিবিসি।

 

সর্বশেষ খবর