মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অন্য খবর

রাজপ্রাসাদে ভূত!

রাজপ্রাসাদে ভূত!

সুইডেনের রাজপ্রাসাদে ভূতের উপস্থিতির কথা জানিয়েছেন স্বয়ং রানী সিলভিয়া। রানী বলেন, ‘এই প্রাসাদের ‘ক্ষুদে বন্ধু’ অর্থাৎ ভূতদের সঙ্গেই তার বসবাস। এটা খুবই উত্তেজনাকর, তবে এতে ভয়ের কিছু নেই।’ সুইডেনের রাজপরিবার বাস করে রাজধানী স্টকহোমের কাছে ১৭০০ শতাব্দীতে নির্মিত ড্রটনিংহোলম প্রাসাদে। রাজপ্রাসাদ নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারেই রানী প্রাসাদে ভূতের বসবাসের কথা জানিয়েছেন। প্রামাণ্যচিত্রটি এসভিটি টিভিতে আগামী বৃহস্পতিবার দেখানো হবে। ৭৩ বছর বয়স্ক রানী সিলভিয়া বলেন, ‘আপনি এটা অনুভব করবেন যে প্রাসাদে আপনি পুরোপুরি একা নন। ‘তবে এই ভূতেরা খুবই বন্ধুসুলভ।’ প্রাসাদটির ভিতরে অনেক শক্তির অস্তিত্ব অনুভব করা যায় বলেও জানান তিনি। প্রাসাদটি বছরজুড়েই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে দক্ষিণ দিকের যে অংশে রাজপরিবারের সদস্যরা থাকেন সেখানে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর