বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকিং ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে। এর মাঝেই দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওবামা প্রশাসন। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ কয়েকজন ঘনিষ্ঠ মিত্র। মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার তালিকায় ৫ জন রুশ নাগরিক রয়েছেন। তাদের মধ্যে আছেন, রুশ গুপ্তচর (কেজিবি) আলেকজান্ডার লিটভিনেনকোর সন্দেহভাজন দুই হত্যাকারী আন্দ্রেই লুগোভোই এবং দিমিত্রি কোভতুন। তালিকায় নাম রয়েছে রুশ ফেডারেল প্রসিকিউটর আলেকজান্ডার বাস্ত্রাইকিনের নামও। তিনি পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। দেশটির তদন্তকারী সংস্থার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ নিষেধাজ্ঞার আওতায় রুশ নাগরিকদের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পত্তি জব্দ করা হবে। তাদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা স্পষ্ট করেনি মার্কিন পররাষ্ট্র দফতর। মুখপাত্র জন কিরবি বলেন, ‘ব্যাপক যাচাই-বাছাইয়ের পরেই এ নামগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। তারা রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থার হয়ে কাজ করেছেন। মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের কুখ্যাতি রয়েছে।’ প্রসঙ্গত, ২০০৬ সালের ২৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন লিটভিনেনকো। ধারণা করা হয়, একটি রেস্টুরেন্টে গ্রিন টির সঙ্গে তাকে বিষ প্রয়োগ করা হয়। তিনি ১০ বছর ধরে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ব্রিটেনের হয়েও তিনি কাজ করতেন। সন্দেহভাজন হিসেবে উল্লিখিত দুজনকে হস্তান্তরের দাবি জানিয়েছিল ব্রিটেন। তবে রাশিয়া সংবিধান পরিপন্থী উল্লেখ করে, তা প্রত্যাখ্যান করে। সবশেষ নির্বাচনে হ্যাকিংয়ের অভিযোগ তুলে পরিবারসহ ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন প্রেসিডেন্ট ওবামা। তারা ওয়াশিংটন এবং সানফ্রান্সিসকো কনস্যুলেটে কর্মরত ছিলেন। একই সঙ্গে মেরিল্যান্ড এবং নিউইয়র্কে দুটি রুশ গোয়েন্দা তথ্য  কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়। রুশ  গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত নয়টি সংস্থা ও ব্যক্তির ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ক্রেমলিন এ অভিযোগ অস্বীকার করেছে। আলজাজিরা।

সর্বশেষ খবর