বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ধূমপানে খরচ লাখ কোটি ডলার

বিশ্বে প্রতি বছর ধূমপানের পেছনে খরচ হয় এক লাখ কোটি ডলারেরও (৭৭ লাখ কোটি টাকা) বেশি অর্থ। আর আগামী এক দশকের মধ্যে ধূমপানের কারণে প্রতি বছরে মারা যাবে ৮০ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট মঙ্গলবার প্রকাশিত তাদের এক গবেষণায় এ কথা বলেছে। মঙ্গলবার প্রকাশিত ৬৮৮ পৃষ্ঠার এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। ৭০ জনেরও বেশি বিশেষজ্ঞ গবেষণা প্রতিবেদনটি পর্যালোচন করেছেন। এতে বলা হয়েছে, ধূমপানজনিত মৃত্যু ২০৩০ সাল নাগাদ বছরে প্রায় ৬০ লাখ থেকে ৮০ লাখে দাঁড়াবে। স্বল্প উন্নত ও মধ্যম আয়ের দেশগুলোতে বাস করেন এমন ধূমপায়ীর শতকরা প্রায় ৮০ ভাগ, যদিও বিশ্ব জনসংখ্যার মধ্যে ধূমপানের প্রবণতা কমছে। কিন্তু মোট ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী মৃত্যুর প্রতিরোধযোগ্য সর্বোচ্চ একক ব্যবস্থা হলো ধূমপান। প্রতিবেদনে বলা হয়, ধূমপানের পেছনে প্রতি বছর মোট যে পরিমাণ খরচ হয় তা তামাকজনিত করের আয়কে বহুগুণ ছড়িয়ে গেছে। ডব্লিউএইচও এর হিসাবে ২০১৩-২০১৪ সালে বিশ্বব্যাপী তামাকজনিত কর থেকে প্রায় ২৬৯ বিলিয়ন ডলার আয় হয়েছিল। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, তামাকের ব্যবহার ও তত্জনিত মৃত্যু হ্রাস করার উপায় সরকারগুলোর হাতে থাকলেও অধিকাংশ সরকার এসব উপায় কার্যকরভাবে ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে। ফলে ধূমপানজনিত কারণে ব্যয় বাড়তেই থাকবে বলে এতে বলা হয়, ‘সরকারগুলোর শঙ্কা, তামাকের ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে তা অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলতে পারে, কিন্তু তাদের এ ধরনের মনোভাবের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি। তাই বিষয়টি পরিষ্কার, পদক্ষেপ নেওয়ার এটিই উপযুক্ত সময়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর