বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাফসানজানির জানাজায় মানুষের ঢল

ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানির জানাজা তেহরান ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিই। জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, মন্ত্রিপরিষদের সদস্য ও সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নীতিনির্ধারণী পরিষদের সদস্য, পার্লামেন্টের স্পিকার ড. আলী লারিজানি, গুরুত্বপূর্ণ পার্লামেন্টারিয়ানসহ শীর্ষ পর্যায়ের সামরিক-বেসামরিক কর্মকর্তারা। জানাজা শেষে ইরানের ইসলামী বিপ্লবের নেতা ইমাম খোমেনির মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। রবিবার সকালে রাফসানজানি বুকে ব্যথা অনুভব করলে তেহরানের শোহাদা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সন্ধ্যার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি টানা দুই দফায় ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বিবিসি।

সর্বশেষ খবর