বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জামাতাকে উপদেষ্টা করছেন ট্রাম্প

জামাতাকে উপদেষ্টা করছেন ট্রাম্প

ক্ষমতা গ্রহণের আগে বড়সড় বিতর্কেই জড়িয়ে পড়লেন মার্কিন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার উপদেষ্টা পরিষদে তার জামাতা জ্যারেড কুশনারকে জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়ে মূলত এই বিতর্কের সৃষ্টি করেছেন। স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে এ কথা জানান ট্রাম্পের অন্তর্বর্তীকালীন দল। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে আজ নির্ধারিত সংবাদ সম্মেলনে তিনি বিস্তারিত বলবেন বলে ধারণা করা হচ্ছে। ৩৫ বছর বয়সী কুশনার ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কার স্বামী। ২০০৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে এ ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ১৯৬৭ সালে মার্কিন কংগ্রেস প্রণীত আইন অনুযায়ী, আত্মীয়স্বজনকে নিজের অধীনে কাজকর্মে নিয়োগে নিষিদ্ধ করা হয়েছে। যদিও ‘অ্যান্টি নেপটিজম’ নামে পরিচিত এ আইনের ব্যাখ্যা নিয়ে বহু মত রয়েছে। জামাতা কুশনার নিউইয়র্ক অবজারভার পত্রিকার প্রকাশক এবং শ্বশুর ট্রাম্পের মতো একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের নতুন এই চাকরিতে কুশনারকে একই সঙ্গে অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিনির্ধারণে কাজ করতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জামাতা কুশনার ট্রাম্প শিবিরের নীতিনির্ধারণে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন। কুশনারের এই নিয়োগ ঘোষণার পরপরই আপত্তি তুলেছে ডেমোক্রেটরা। নেপটিজম (স্বজনপ্রীতি) আইনের উল্লেখ করে এই নিয়োগ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। এএফপি।

সর্বশেষ খবর