বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভেঙে পড়ল হাজারবর্ষী গাছটি

ভেঙে পড়ল হাজারবর্ষী গাছটি

পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে থাকা হাজার বছর বয়সী এক ঐতিহাসিক গাছের মৃত্যু ঘটল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কালের সাক্ষী ওই গাছটি অতিবৃষ্টি ও ঝড়ের কারণে উপড়ে পড়েছে। গাছটির নাম পাইওনিয়ার কেবিন ট্রি। এটি একটি সেকুইয়া গোত্রের গাছ। উনিশ শতকের শেষ দিকে এই প্রাচীন গাছটির গুঁড়িতে সুড়ঙ্গ  কেটে পথ বের করা হয়। এ জন্যই এটি টানেল ট্রি নামে পরিচিত হয়েছিল। ক্যালিফোর্নিয়ার কালাভেরাস কাউন্টির কালাভেরাস বিগ ট্রিস স্টেট পার্কে গত সপ্তাহে  ভেঙে পড়েছে বলে জানিয়েছেন পার্ক কর্মকর্তারা। ১৮৮০-এর দশকে গাছটির গুঁড়ি কেটে সুড়ঙ্গ পথ তৈরি করা হয়। এরপর থেকেই এটি পর্যটকদের আকর্ষণের  কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ওই গুঁড়ির ভিতর দিয়ে শুধু পর্যটকরাই পথে যেতে পারতেন। তবে পরিচিতি হলে গাড়িও নিয়ে যাওয়া যেত। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে শুধু পার্কের টানেল ধরেই যাওয়ার অনুমতি ছিল।  বিবিসি।

সর্বশেষ খবর