শিরোনাম
বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

কাবুলে হামলায় নিহত ২২

আফগানিস্তানের রাজধানী কাবুলে পার্লামেন্ট ভবনের কাছে গতকাল দুটি বোমা হামলায় কমপক্ষে ২২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ৭০ জন। দিনের কাজ শেষে পার্লামেন্ট ভবনের স্টাফরা যখন সেখান থেকে বের হচ্ছিলেন তখনই হামলার এ ঘটনা ঘটে। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বিবিসি।

ওবামাকে চাকরির প্রস্তাব

আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা ছাড়ার পর ওবামা কী করবেন এ নিয়ে গত কয়েকদিন ধরেই নানামুখী কথা শোনা যাচ্ছে। এমন খবরও বেরিয়েছিল যে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর ওবামা মিডিয়া ব্যবসায় জড়িত হতে পারেন। তবে ব্যবসা নয়, এবার ওবামাকে এক প্রকার চাকরির প্রস্তাব দিয়ে বসল সুইডেনভিত্তিক মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই। বিবিসি।

পোল্যান্ডে মার্কিন সেনা

পোল্যান্ডে হাজার হাজার মার্কিন সেনা পৌঁছাতে শুরু করেছে। ন্যাটো মহড়ায় অংশ নিতে এসব সেনা দেশটিতে যাচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে কথিত আগ্রাসন প্রতিহত করার ওয়াশিংটনের পরিকল্পনার আওতায় এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। রুশ সীমান্তের কাছাকাছি অনুষ্ঠেয় মহড়ায় অংশ নেওয়ার জন্য পোল্যান্ডে চার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হবে। দ্য ইন্ডিপেনডেন্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর