বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অভিবাসীরাই যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে : ওবামা

অভিবাসীরাই যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করেছে : ওবামা

স্ত্রী-কন্যাদের প্রশংসা করতে গিয়ে কেঁদে ফেললেন ওবামা

আজকের যে যুক্তরাষ্ট্র তা গঠন হয়েছে অভিবাসীদের কল্যাণে। এ দেশে সবাই পৃথিবীর সব প্রান্ত থেকে এসেছেন। চিরকালই আমেরিকা অভিবাসীদের দেশ। তাই আমেরিকা কখনো বিশ্বায়নের বিপরীতে হাঁটতে পারে না। জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে ট্রাম্পকে উদ্দেশ করে এ কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনী প্রচারণার সময় থেকে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়ে আসছেন আর বিশ্বায়ন নয়, বরং বিশ্বায়ন থেকে মুক্তি। তার ভাষ্য অন্যান্য দেশ থেকে আসা মানুষ আমেরিকায় কাজ পেয়ে যাচ্ছেন, কিন্তু মার্কিন নাগরিকদের কাজ জুটছে না। তাই এইচ-১বি ভিসায় রাশ টানার নীতি নিতে চলেছে ট্রাম্পের নেতৃত্বাধীন পরবর্তী সরকার। সরাসরি তার উল্লেখ না করেও প্রেসিডেন্ট ওবামা তার শেষ ভাষণে মনে করিয়ে দিলেন, আমেরিকা এমন নীতি নিতে পারে না। কারণ খাঁটি মার্কিন বলে কিছু হয় না। আমেরিকা আসলে দেশান্তরীদেরই দেশ। শিকাগোয় দেওয়া এই ভাষণই ছিল আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার শেষ ভাষণ। পর পর দুবার নির্বাচিত হয়ে দীর্ঘ আট বছর তিনি কাটিয়েছেন হোয়াইট হাউসে। বিদায়ী ভাষণেও নিজেকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে রাষ্ট্রনায়ক সুলভ বার্তাই দিয়ে গেলেন ওবামা। শিকাগোতে সেই শেষ ভাষণে ‘মাই ফেলো আমেরিকানস’ সম্বোধন করে ওবামা বলেন, ‘আমরা এমন একটি জাতি, যে জাতি অভিবাসীদের নিয়েই গঠিত হয়েছে এবং চিরকাল আমরা অভিবাসীদের জাতি হয়েই থাকব।’ এতেই থামেননি ওবামা। যারা আজ নিজেদের আসল মার্কিন নাগরিক বলে দাবি করছেন এবং নিজেদের কর্মসংস্থানের স্বার্থে অন্য দেশ থেকে আমেরিকায় পাড়ি জমাতে ইচ্ছুক মানুষকে ভিসা দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করতে চাইছেন, তাদের ওবামা মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা নিজেরাও একদিন এই ভূখণ্ডে আগন্তুকই ছিলাম।’ এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর