বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পকে ব্ল্যাকমেইল করার তথ্য আছে রাশিয়ার হাতে!

রাশিয়া শুধু ডেমোক্রেটদের ওপরই হ্যাকিং করেনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প সম্পর্কেও নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে, যা যথেষ্ট চটকদার। যদিও রাশিয়া সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রশমন করে আসছে ট্রাম্প। কিন্তু যদি কখনো প্রয়োজন হয় তাহলে ট্রাম্পকে ব্ল্যাকমেইল করা হতে পারে তা দিয়ে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে এমনটা জানিয়েছেন। ট্রাম্পের কাছে তুলে দেওয়া গোয়েন্দাদের গোপন রিপোর্টে এমনটা আছে। এতে ট্রাম্পের ব্যক্তিগত ও আর্থিক খাতের বিভিন্ন গোপন তথ্য রাশিয়ার হাতে চলে যাওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, ট্রাম্প মস্কো সফরের সময় একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করেছিলেন। ওই সময়ে তার যৌনতা সম্পর্কিত রেকর্ডিং রয়েছে রাশিয়ার হাতে। অনলাইন সিএনএন, স্কাই নিউজসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে এ কথা বলা হয়েছে। ট্রাম্পকে যে গোয়েন্দা রিপোর্ট দেওয়া হয়েছে তাতে সাহায্য করেছে ব্রিটিশ সাবেক একজন গোয়েন্দা। এসব তথ্য সংগ্রহ করা হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিভিন্ন সোর্সের কাছ থেকে। এতে বলা হয়েছে ট্রাম্পকে উপযোগী করে তুলতে, তাকে সমর্থন ও সহযোগিতা করতে বিভিন্ন তত্পরতা চালিয়েছে রাশিয়ার শাসকগোষ্ঠী। গোয়েন্দারা বলছেন, ট্রাম্পের বিরোধী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএন।

সর্বশেষ খবর