বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহারের হুমকি পিএলওর

ইসরায়েলে মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিলে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাহারের হুমকি দিয়েছে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) জ্যেষ্ঠ নেতারা। এর পরিপ্রেক্ষিতে বাতিল হয়ে যেতে পারে অসল শান্তি চুক্তি। ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলতে ওই চুক্তি স্বাক্ষর করেছিল দেশ দুটি। চুক্তি অনুসারে, ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি দেয় পিএলও।

মার্কিন ওই পদক্ষেপের বিরুদ্ধে প্রতি শুক্রবার ও রবিবার মসজিদ এবং গির্জায় প্রতিবাদ পালনের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। পাকিস্তান থেকে তেহরান এবং লেবানন থেকে ওমান পর্যন্ত সবাইকে এর বিরুদ্ধে দাঁড়ানোরও আহ্বান জানানো হয়েছে। দ্য গার্ডিয়ান

সর্বশেষ খবর