শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শক্তিশালী হ্যাকার গ্রুপ ‘লালন’ করে রাশিয়া

মার্কিন নির্বাচনে রাশিয়ার হ্যাকিং অভিযোগ নিয়ে গোটা বিশ্বে এখন তোলপাড়। ঠিক এমন সময়ই নতুন তথ্য পাওয়া গেছে রাশিয়া শক্তিশালী হ্যাকার গ্রুপ লালন করে। দেশটির কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অন্যতম সাইবার আর্মি বা হ্যাকার। এই দলের সদস্য সংখ্যা কমপক্ষে এক হাজার। বিশ্বে এখন সেনাবাহিনী ও গোয়েন্দাদের জন্য সবচেয়ে বেশি স্পেশালাইজড সাইবার নিরাপত্তা নিশ্চিত করে এমন দেশ আছে ৫টি। তার অন্যতম রাশিয়া। দেশটির প্রাভদা অনলাইনে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।  প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রয়েছে ১০০০ শক্তিশালী সাইবার যোদ্ধা। তাদের জন্য রাষ্ট্র বছরে ৩০ কোটির ডলারেরও বেশি অর্থ খরচ করে থাকে। সোলার সিকিউরিটির মার্কেটিং পরিচালক ভ্যালেন্টিন ক্রোহিনের মতে, রাষ্ট্রীয় সামরিক কাঠামোর ভিতরেই রাশিয়ার রয়েছে সাইবার কমান্ড। যদিও এসব মানুষ সেনাবাহিনীর সরাসরি হ্যাকার নয় তবু তারা সেনাবাহিনীর সাইবার বা অনলাইন ব্যবস্থার অবকাঠামোতে নিরাপত্তা নিশ্চিত করার কাজে নিয়োজিত। বিশেষ করে সাইবার হামলা, গুপ্তচরবৃত্তি ও তথ্যযুদ্ধ হলো সাইবার যুদ্ধের অংশ। এ যুদ্ধে বিশ্বের অনেক দেশ লিপ্ত। জিকিউরিয়ন এনালাইটিকসের মতে, সাইবার জগতে বিশ্বে সবচেয়ে শক্তিশালী সদস্য রয়েছে যুক্তরাষ্ট্রে।

সর্বশেষ খবর