শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এইচ-১ বি ভিসা কমাবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে এইচ-১বি এবং এল১ ভিসা কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এ বিষয়ে তিনি সেটি পাশেরও ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। অ্যাটর্নি জেনারেল পদে তাকে মনোনয়ন নিয়ে সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্যদের শুনানিতে এমন কথা বলেছেন তিনি। সেশনস বলেছেন, আমরা পুরোপুরি একটি মুক্ত বিশ্বে এমনটা চিন্তা করা ভুল। বাইরের দেশের কোনো মানুষ যে কাজ কম বেতনে করতে চায় সে স্থানে মার্কিনীদের নিয়োগ দেওয়া যেতে পারে। সিনেট জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান সিনেটর চার্লস গ্রাসলির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সীমান্ত আছে। আমাদের নাগরিকদের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন। এ নিয়ে আপনাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি সম্মানীত। এর আগে জেফ  সেশনস ও চার্লস গ্রাসলি এইচ-১বি ভিসা ইস্যুতে একত্রে কাজ করেছেন। এইচ-১ বি ভিসার মাধ্যমে মূলত বিদেশি শ্রমিকদের নিয়োগ দেয় যুক্তরাষ্ট্র। পিটিআই।

সর্বশেষ খবর