শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিমানে নারীদের সংরক্ষিত আসন

আকাশপথে নারীদের চলাচল নির্বিঘ্ন ও স্বস্তিকর করতে তাদের জন্য সংরক্ষিত আসন রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া। এয়ারলাইন্সটি তাদের অভ্যন্তরীণ ফ্লাইটে নারীদের জন্য ৬টি আসন সংরক্ষিত রাখবে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে কর্তৃপক্ষ জানায়। নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে নারীদের জন্য ‘বিশেষ’ এ সুবিধা কার্যকরী বিশ্বে প্রথম এয়ারলাইন্স হবে এয়ার ইন্ডিয়া। এয়ারলাইন্সের ক্ষেত্রে ধারণাটি নতুন হলেও স্বল্প-দূরপাল্লার ট্রেন, মেট্রো ও বাসে ভারতে নারীদের জন্য ‘সংরক্ষিত’ আসনের এ সুবিধা ইতিমধ্যে প্রচলিত রয়েছে। বিমানের ক্ষেত্রে প্রথম এই সুবিধা যুক্ত হচ্ছে।  এদিকে, সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে সবচেয়ে বাজে এয়ারলাইন্সের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে এয়ার ইন্ডিয়া। তাই যাত্রী আকর্ষণে এয়ারলাইন্সটি বিশেষ এ উদ্যোগ নিয়েছে বলে বিশেষজ্ঞদের মত।       টাইমস অব ইন্ডিয়া।

সর্বশেষ খবর