শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
দক্ষিণ চীন সাগর সংঘাত

যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুমকি দিল চীন

যুক্তরাষ্ট্রকে পরমাণু যুদ্ধের হুমকি দিল চীন

দক্ষিণ চীন সাগরে চীনের তৈরি দ্বীপমালা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে। এর মধ্যে চীন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, দক্ষিণ চীন সাগরে নির্মিত দ্বীপমালায় চীনের প্রবেশাধিকার বন্ধের চেষ্টা হলে তা ‘বিপর্যয়কর সংঘাতের’ সৃষ্টি করবে। এমনকি পরমাণু যুদ্ধের দিকে পরিস্থিতি নিয়ে যেতে পারে। আর এ মন্তব্য করা হয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসে। মার্কিন হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় চীন এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করল। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সামনে তিনি ‘কনফারমেশন হিয়ারিং’-এর জন্য হাজিরও হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হলে দক্ষিণ চীন সাগর সম্পর্কে তার নীতি কী হবে, এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে টিলারসন সেই কমিটির সদস্যদের জানান, চীনকে তিনি স্পষ্ট বুঝিয়ে দিতে চান দক্ষিণ চীন সাগরের ‘বিতর্কিত’ দ্বীপগুলোয় চীনা সেনার উপস্থিতি আর মেনে নেওয়া হবে না। সেখানে চীনকে আর ঢুকতে দেওয়া হবে না। টিলারসনের এ মন্তব্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে চীন হুঁশিয়ারি দিতে শুরু করল। গ্লোবাল টাইমস বলেছে, দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোয় চীনের প্রবেশ আটকাতে হলে আমেরিকা একটা বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিক। দরকার হলে পরমাণু বোমারও। টিলারসনকে সংবাদপত্রটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘টিলারসন যদি একটি বৃহৎ পরমাণু শক্তিকে তার নিজেরই এলাকা থেকে বার করে দিতে চান, তাহলে আগে তার উচিত পরমাণু রণকৌশল সম্পর্কে একটু পড়াশোনা করে নেওয়া।’ উল্লেখ্য, বিরোধপূর্ণ ওই জলসীমায় চীন কৃত্রিম দ্বীপমালা তৈরি করছে। আরও কয়েকটি দেশও ওই জলসীমার দাবি করে আসছে।

সর্বশেষ খবর