শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার তদন্তের মুখে এফবিআই

হিলারির ই-মেইল কেলেঙ্কারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল তদন্তের ঘোষণা দিয়ে   হৈচৈ ফেলে দেয় দেশটির প্রধান তদন্ত সংস্থা এফবিআই। হিলারির পরাজয়ের পেছনে সেই তদন্ত বড় ভূমিকা রেখেছে বলে অভিমত ডেমোক্রেট শিবিরের। এবার সেই কেলেঙ্কারি নিয়ে এফবিআইকেই তদন্তের মুখে পড়তে হচ্ছে। এফবিআই নিয়ে তদন্ত শুরু করেছেন বিচার মন্ত্রণালয়ের মহাপরিদর্শক মাইকেল হরোয়িৎস। প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে সংস্থা দুটির বিভিন্ন পদক্ষেপ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নেওয়া হয়েছিল কিনা, তা যাচাই করবেন তিনি। এ পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল পুনঃতদন্তের বিষয়টিও। নির্বাচনের অল্প কদিন বাকি থাকতেই প্রচলিত প্রথার ব্যত্যয় ঘটিয়ে এফবিআই ওই তদন্তের ঘোষণা দেয়। পুনঃতদন্ত শেষে এফবিআই জানায়, পূর্বের তদন্তের মতো সেবারও হিলারির বিরুদ্ধে অভিযোগ আনার মতো গুরুতর কিছু খুঁজে পাননি তারা। কিন্তু ডেমোক্রেটদের বক্তব্য, যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। বিচার মন্ত্রণালয়ের মহাপরিদর্শক এ নিয়ে তদন্ত শুরু করায় পুরনো প্রশ্নই আবার উঠে এলো যে, এফবিআইর পদক্ষেপ নির্বাচনকে প্রভাবিত করেছে কিনা। প্রতিক্রিয়ায় এফবিআই পরিচালক জেমস কমি বলেন, তিনি এ পর্যালোচনায় খুশি। এপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর