শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভিসামুক্ত অভিবাসন সুবিধা হারালেন কিউবানরা

কিউবার নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পৌঁছে স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারতেন। তবে এখন থেকে আর এ সুবিধা পাবেন না কিউবানরা। ক্ষমতা ছাড়ার আগে কিউবানদের এ ‘বিশেষ সুবিধা’ বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০ বছর ধরে আমেরিকায় গিয়ে স্থায়ী বসবাসের আবেদন করেছেন অনেক কিউবান। তাদের আবেদন মঞ্জুরও হয়েছে। যাচাই-বাছাই শেষে ১ বছরের মাথায় তারা স্থায়ী বসবাসের অনুমোদন পেতেন। যুক্তরাষ্ট্রের এ নীতির বিপরীতে কিউবাও একই নীতি গ্রহণ করে। কিউবার উপকূলে আশ্রয় নেওয়া মার্কিন নাগরিকদের বসবাসের অনুমতি দেয় দেশটি। ফলে দুই দেশের সম্পর্কোন্নয়নে এ নীতি প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গিয়েছিল। বিবিসি।

সর্বশেষ খবর