শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংক্ষেপে

নিষেধাজ্ঞা চ্যালেঞ্জে পিটিশন

ইসলামী বক্তা জাকির নায়েকের সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে ভারত সরকারের দেওয়া নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে আবেদন করা হয়েছে। সংগঠনটির পক্ষে একজন আইনজীবী গতকাল দিল্লি হাইকোর্টে আবেদনটি দাখিল করেন। গত বছরের ১৫ নভেম্বর এটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। দ্য হিন্দু।

সেই সংবাদকর্মীর দণ্ড

প্রায় দেড় বছর আগে খবর সংগ্রহের মধ্যেই এক শরণার্থীকে লাথি ও ল্যাং মেরে সমালোচিত হওয়া হাঙ্গেরির এক নারী সংবাদকর্মীকে তিন বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। সেজেডে ডিস্ট্রিক্ট  কোর্ট গতকাল পেত্রা লাসলোর বিরুদ্ধে এ রায় দেয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে হাঙ্গেরি-সার্বিয়া সীমান্তে দুই শিশুকে লাথি ও এক বৃদ্ধকে ল্যাং মাারেন ওই সংবাদকর্মী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর