রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লাখো মার্কিনির বিক্ষোভ প্রস্তুতি

লক্ষ্য : ট্রাম্পের শপথ রুখে দেওয়া

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ৯৯টি সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে। শপথ রুখে দিতে লাখ লাখ মার্কিনি বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে। এমনকি শপথ অনুষ্ঠান ভণ্ডুলের হুমকিও দেওয়া হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল পুলিশ, এফবিআই, ন্যাশনাল গার্ড, সিক্রেট সার্ভিস, ন্যাশনাল পার্ক সার্ভিসসহ ১২টি সংস্থার সমন্বয়ে উচ্চপর্যায়ে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। ডিসি পুলিশের প্রধান পিটার নিউশ্যাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ‘যে কোনো ধরনের গোলযোগ শক্ত হাতে প্রতিহত করার জন্য যথাযথ প্রস্তুতি চলছে।’ ২০ জানুয়ারি ক্যাপিটল হিলের সামনে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। পুলিশ প্রধান আরও জানান, ‘শান্তিপূর্ণভাবে শপথসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে তিন হাজার ২০০ পুলিশ অফিসার ছাড়াও থাকবে ন্যাশনাল গার্ডের আট হাজার সদস্য এবং সামরিক বাহিনীর ৫ হাজার সদস্য।’ হোয়াইট হাউসের সূত্র জানিয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠান অবলোকনের জন্য ৮ লক্ষাধিক আমেরিকান জড়ো হতে পারেন। ৮ বছর আগে ২০০৯ সালের ২০ জানুয়ারি বারাক ওবামার শপথ গ্রহণের সময় জড়ো হয়েছিল ১৮ লাখ আমেরিকান। এনআরবি নিউজ।

সর্বশেষ খবর