রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাশিয়া-চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প

সহযোগিতার ভিত্তিতে রাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে রাশিয়ার ওপর বিদায়ী ওবামা প্রশাসনের সম্প্রতি আরোপিত নিষেধাজ্ঞা ঠিক এ মুহূর্তে তুলে নেওয়া হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ‘এক চীন নীতি’ বিষয়ে সমঝোতার পথ খোলা রয়েছে বলেও জানান, রিপাবলিকান দলীয় হবু এ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প। যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় রাশিয়া ডেমোক্রেট দলের ইমেইল হ্যাক করে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে বারাক ওবামা প্রশাসন দাবি করে আসছে। বিবিসি।

সর্বশেষ খবর