রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নোটে গান্ধীর ছবির বিরুদ্ধে হরিয়ানার মন্ত্রী অনিল বিজ

কলকাতা প্রতিনিধি

নোটে গান্ধীর ছবির বিরুদ্ধে হরিয়ানার মন্ত্রী অনিল বিজ

হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সিনিয়র নেতা অনিল বিজ বলেছেন যেদিন থেকে ভারতীয় মুদ্রায় গান্ধীর ছবি ব্যবহার করা শুরু হয়েছে সেদিন থেকে রুপির মূল্য কমতে শুরু করেছে। রুপির মূল্য কমানো ঠেকাতে ধীরে ধীরে মুদ্রা থেকে গান্ধীর ছবি সরিয়ে নেওয়া হবে। শুধু তাই নয় যেদিন গান্ধীর নাম খাদির সঙ্গে যুক্ত হয়েছে, তখন থেকেই এই শিল্প ডুবতে শুরু করেছে বলে অভিযোগ করলেন তিনি। খাদি ক্যালেন্ডারে মহাত্মা গান্ধীর পরিবর্তে ভারতের প্রধানমন্ত্রী  মোদির ছবি বিতর্কে মন্তব্য করতে গিয়ে গতকাল নতুন বিতর্ক তৈরি করেছেন হরিয়ানার এই ক্যাবিনেট মন্ত্রী। তিনি বলেন, মহাত্মা গান্ধীর পরিবর্তে নরেন্দ্র মোদির ছবি ব্যবহারের পরিকল্পনা অনেক ভালো। কারণ গান্ধীর চেয়ে মোদিই বড় ব্র্যান্ড। উল্লেখ্য, বৃহস্পতিবারই খাদির ২০১৭-এর ক্যালেন্ডার ও ডায়রির কভারে মহাত্মা গান্ধীর পরিবর্তে নরেন্দ্র মোদিকে চরকা কাটতে  দেখা যায়। এই ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছিলেন।

সর্বশেষ খবর