রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অ ন্য খ ব র

পুলিশের ভুঁড়ি কেন

ব্যতিক্রমী প্রশ্ন ভুঁড়ি নিয়ে। এক ব্যক্তির ‘জনস্বার্থে’ করা আবেদনে পুলিশের ভুঁড়ি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের কলকাতা হাই কোর্ট। শুক্রবার দেওয়া ওই আদেশে ভুঁড়িধারী পুলিশের শারীরিকভাবে সক্ষম থাকা যায় কি না, আদালত সেই প্রশ্নের উত্তর চেয়েছে বলে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে। ভারতের অন্য রাজ্যগুলোর মতো পশ্চিমবঙ্গেও ভুঁড়িধারী পুলিশের সংখ্যা ভুরি ভুরি। তাদের নিয়ে হাই কোর্টে রিট আবেদনটি করেন কমল দে। তার দাবি, কলকাতা পুলিশের এক  শ্রেণির কর্মী ভুঁড়ি থাকার কারণে শারীরিকভাবে সক্ষম নন। ভুঁড়ির কারণে চোরের পেছনে ছুটতে পুলিশের ক্লান্ত দশা। প্রমাণ হিসেবে বেশ কয়েকজন ভুঁড়িধারী পুলিশের ছবিও আদালতকে দেখান কমল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর