সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শান্তি প্রচেষ্টায় প্যারিসে আন্তর্জাতিক সম্মেলন

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ ৭০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দেশ দুটির মধ্যকার কয়েক দশকের সংঘাতের অবসানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি প্রতিনিধিরা তাদের সমর্থন পুনর্ব্যক্ত করবেন বলে আশা করা হচ্ছে। ফিলিস্তিন এ সম্মেলনকে স্বাগত জানালেও ইসরায়েল এ সম্মেলনের বিপক্ষে মত দিয়েছে। দেশ দুটিকে সম্মেলনের আলোচনায় সরাসরি অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি। শুধু সম্মেলনের ফলাফল শোনার জন্য তাদেরকে সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। ইসরায়েল অবশ্য সম্মেলনে যাচ্ছে না বলে জানিয়েছে। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এতে যোগ দিচ্ছেন। প্যারিস সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন জাতিসংঘের একটি প্রস্তাবনাকে ঘিরে ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চলছে। বিবিসি।

সর্বশেষ খবর