মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লোকালয়ে আছড়ে পড়ল বিমান, নিহত ৩৭

লোকালয়ে আছড়ে পড়ল বিমান, নিহত ৩৭

কিরগিজস্তানের রাজধানী বিসকেকের অদূরে জ্যাং জ্যাং নামে একটি গ্রামের আবাসিক এলাকায় গতকাল তুরস্কের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আবাসিক এলাকাটির বাসিন্দাসহ কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন বিমানটির পাইলট।  দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই কিরগিজ নাগরিক। এ ছাড়া শিশুসহ কমপক্ষে আরও আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে দেশটির জরুরি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন। বিমানটির ক্রুদের ভুলে এটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাপ্ত প্রাথমিক তথ্যের বরাত দিয়ে কিরগিজস্তানের উপ-প্রধানমন্ত্রী সংবাদ সংস্থা কাবারকে জানিয়েছেন।  এর আগে বার্তা সংস্থাটি জানিয়েছিল, ঘন কুয়াশার ফলে বিমানটি দুর্ঘটনায় পড়ে থাকতে পারে। বিসকেকের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ওই গ্রামে স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে বোয়িং ৭৪৭ বিমানটি বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, আবাসিক এলাকার উপর বিমানটি বিধ্বস্ত হলে এতে সেখানকার ১৫টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সেখানকার কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।   ইস্তান্বুলভিত্তিক এসিটি এয়ারলাইন্স বোয়িং ৭৪৭ বিমানটি পরিচালনা করে থাকে। এদিকে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী এক ডিক্রির মাধ্যম আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর