মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জার্মানির শরণার্থী নীতির সমালোচনায় ট্রাম্প

জার্মানির শরণার্থী নীতির সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র তিন দিন পরই শপথ নিচ্ছেন রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার আগ মুহূর্তে নিজের পররাষ্ট্রনীতি কেমন হবে তা নিয়ে একটা ধারণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র টাইমস অব লন্ডন এবং জার্মান সংবাদপত্র দ্য বিল্ড-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি, সিরিয়া সংকট, ইরাক যুদ্ধ এবং জার্মানির শরণার্থী নীতি নিয়ে কথা বলেছেন। জার্মান শরণার্থী নীতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এত বেশি শরণার্থীকে দেশটিতে আশ্রয় দেওয়া ঠিক হয়নি। তার ভাষায়, ‘আমার মনে হয় সিরিয়াতেই সেফ জোন তৈরি করা গেলে এতে ব্যয় কিছুটা কমতো। আর এজন্য উপসাগরীয় রাষ্ট্রগুলোরও কিছু অর্থ খরচ করা উচিত। কারণ তাদের এত অর্থ আছে যা অন্যদের নেই। আমরা এবং তারা মিলে এই কাজ করতে পারলে এতে ব্যয় অনেক কম হতো এবং জার্মানি আজকে যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা অনেক কম হতো। তাই আমি বলব, সিরিয়াতে সেফ জোন তৈরি করুন।’ বিবিসি।

সর্বশেষ খবর