মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গুয়ানতানামো বে থেকে আরও ১০ বন্দী স্থানান্তর

কিউবায় অবস্থিত কুখ্যাত মার্কিন বন্দীশালা গুয়ানতানামো বে থেকে আরও ১০ বন্দীকে সরিয়ে নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের অনুরোধে ওমান এসব বন্দীকে গ্রহণ করেছে বলে মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিশ্রুতি অনুযায়ী বন্দী স্থানান্তরের এ ঘটনা ঘটল বলে বিশেষজ্ঞদের মত। বন্দী নির্যাতন ও মৃত্যুর ঘটনায় ক্রমেই কুখ্যাত হয়ে ওঠে গুয়ানতানামো বে কারাগার। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রেসিডেন্ট বারাক ওবামা এই কারাগারটি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিপরীতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে ‘খারাপ’ মানুষদের বন্দী রাখতে এই কারাগারটি চালু রাখার আভাস দেন। তবে বিদায়ী ওবামা প্রশাসন তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সর্বশেষ বন্দীদের অন্যত্র স্থানান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল-জাজিরা।

সর্বশেষ খবর